মন্তব্য
দেশের বাজারে জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। জুন মাসের জন্য নির্ধারিত দরই অপরিবর্তিত থাকছে এ মাসে। জুলাইতেও প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১১৮ টাকা ও অকটেন ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৯ জুন) এ দর জানিয়ে দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। গত জুন মাসে প্রতি লিটার জ্বালানির দাম কমানো হয়। ডিজেলের মূল্য ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, পেট্রোলের দাম ১২১ টাকা থেকে ১১৮ টাকা ও অকটেনের দাম ১২৫ টাকা থেকে ১২২ টাকা করা হয়। তবে কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়। জুলাই মাসেও কেরোসিনে তেলের দামও অপরিবর্তিত থাকবে।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে