পক্ষপাতিত্বের পরিণতি খুব খারাপ হবে

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষতার প্রশ্নে সামান্যতম কোনো বিচ্যুতি গ্রহণ করবে না নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায়  বিষয়টি জানান  নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার জানান, অতীতে যেসব প্রতিষ্ঠানগুলো ভাবমূর্তি সংকটে পড়েছে, তার মূল কারণ ছিল নিরপেক্ষতা স্বচ্ছতার অভাব। এ জন্য একসুতো পরিমাণ কোনো পক্ষপাতিত্ব মেনে নেবে না ইসি।

তিনি বলেন, নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে পক্ষপাতিত্বমূলক কোনো নির্দেশনা কখনোই দেওয়া হবে না। তারপরও কেউ নিজের পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারলে, পক্ষপাতিত্ব বলে প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে। ব্যাপারে নির্বাচন কমিশন অত্যন্ত শক্ত থাকবে।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর