গুরুদাসপুরে নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

সাজেদুর রহমান, গুরুদাসপুর
২৬ জানুয়ারী ২০২৬

নাটোরের গুরুদাসপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ফাহমিদা আফরোজ। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর- (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের প্রস্তুতি, আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি, প্রশাসন এবং সাংবাদিকদের দায়িত্ব,কর্তব্য নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা হয়। সভায় সিনিয়ন সাংবাদিক আবুল কালাম আজাদ, দিল মোহাম্মদ, আলী আক্কাছ, সাজেদুর রহমান, রাশিদুল ইসলাম, মিজানুর রহমান, আব্দুস সালাম নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করেন। পাশাপাশি গণভোটের প্রচার, ভুয়া খবর গুজব প্রতিরোধে প্রশাসন গণমাধ্যমের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা।

সভায় সহকারি কমিশনার (ভুমি) আসাদুল ইসললাম, অফিসার ইনচার্জ (ওসি) শফিকুজ্জামান সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার, কৃষি কর্মকর্তা কেএম রাফিউল ইসলাম, মৎস কর্মকর্তা রতন সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।

ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, চারস্তরের নিরাপত্তায় গুরুদাসপুরে ৬৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন করা হয়েছে। ৫ জন ম্যাজিষ্ট্রেট ২ জন এ্যকজিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করছে। কোনো ধরনের অনিয়ম বা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। নির্বাচনকালীন সাংবাদিকদের তথ্য সংগ্রহে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর