বাড়ছে ভাতা ও উপকারভোগীর সংখ্যা

নিজস্ব প্রতিবেদক
২৬ জানুয়ারী ২০২৬


সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্কসহ মোট ১৫টি কর্মসূচিতে ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে আগামী ২০২৬-২৭ অর্থবছরে সেই সঙ্গে সুপারিশ করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার আহতদের মাসিক সম্মানি ভাতাকে কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় সিদ্ধান্ত হয়। প্রাপ্ত তথ্য বলছে,  বয়স্ক ভাতা কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা লাখ বৃদ্ধি করে ৬২ লাখ জনে উন্নীত করা হয়। এর মধ্যে ৫৯ লাখ ৯৫ হাজার জন মাসিক ৬৫০ টাকার স্থলে ৭০০ টাকা এবং ৯০ বছর ঊর্ধ্ব লাখ হাজার জন মাসিক ১০০০ টাকা হারে ভাতা পাবেন।

সরকারের তালিকাভুক্ত ২৯ লাখ বিধবা স্বামী নিগৃহীতার মধ্যে ২৮ লাখ ৭৫ হাজার জন মাসিক ৬৫০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ৯০ বছর ঊর্ধ্ব ২৫ হাজার জন মাসিক ১০০০ টাকা হারে ভাতা পাবেন। অন্য দিকে প্রতিবন্ধী ভাতা শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে ৩৬ লাখ প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ৩৫ লাখ ৮১ হাজার ৯০০ জন মাসিক ৯০০ টাকা এবং ১৮ হাজার ১০০ জন মাসিক ১০০০ টাকা হারে ভাতা পাবেন। প্রতিবন্ধী শিক্ষার্থীদের মেধাবৃত্তির মাসিক হার ৫০ টাকা বৃদ্ধি করে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উচ্চতর স্তরে যথাক্রমে ৯৫০ টাকা, ১০০০ টাকা, ১১০০ টাকা এবং ১৩৫০ টাকায় উন্নীত করা হয়।

ওদিকে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা হাজার জন বৃদ্ধি করে লাখ ২৮ হাজার ৩৮৯ জনে উন্নীত করা হয়। তাদের মাসিক ভাতার হার ৬৫০ টাকার জায়াগায় ৭০০ টাকা করা হয়। অনগ্রসর শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা হাজার ১৯৮ জন বৃদ্ধি করে ৪৫ হাজার ৩৩৮ জনে উন্নীত করা হয়। তাদের মেধাবৃত্তির মাসিক হার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উচ্চতর স্তরে যথাক্রমে ৭০০ টাকা, ৮০০ টাকা, ১০০০ টাকা এবং ১২০০ টাকা নির্ধারণ করা হয়। অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমে হাজার ৪৯০ জন অনগ্রসর জনগোষ্ঠীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে।

সরকারের ক্যান্সার, কিডনি, লিভার-সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা হাজার বৃদ্ধি করে ৬৫ হাজার জনে উন্নীত করা হয়েছে। তাদের এককালীন চিকিৎসা সহায়তার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে দ্বিগুণ করে লাখ টাকায় উন্নীত করা হয়।

মা শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা লাখ ২৪ হাজার বৃদ্ধি করে ১৮ লাখ ৯৫ হাজার ২০০ জনে উন্নীত করা হয়েছে।  এ কর্মসূচির আওতায় একজন মা মাসিক ৮৫০ টাকা হারে ভাতা পেয়ে থাকেন।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে সুবিধাভোগী পরিবারের সংখ্যা লাখ বৃদ্ধি করে ৬০ লাখে উন্নীত করা হয়েছে। কর্মসূচিতে প্রতি পরিবার কেজি প্রতি ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে মাস খাদ্য সহায়তা পেয়ে থাকেন। এদিকে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে।

 

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর