মন্তব্য
আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য সাধারণ ছুটি থাকবে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ জন্য আগেই ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রেস সচিব জানান, বৃহস্পতিবার কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ও ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলে শ্রমিক ও কর্মচারীদের ছুটি অনুমোদন করা হয়েছে। সব মিলিয়ে শ্রমিকরা তিনদিন ছুটি পাবেন।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে