পোস্টাল ভোটের নিবন্ধনকারীদের জন্য বিশেষ নির্দেশনা ইসির

নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারী ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটদান সংক্রান্ত তথ্য দ্রুত নিরবচ্ছিন্নভাবে পেতে ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের সেটিংসে পরিবর্তন আনার কথা বলা হয়েছে।

ইসি জানায়, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করা ভোটাররা  যেন তাৎক্ষণিকপুশ নোটিফিকেশন (Push Notification) পান, সেটা নিশ্চিত করতে হবে। এ জন্য অ্যাপের Settings অপশনে গিয়ে Push Notification অপশনটি Enable বা সচল করে নিতে হবে। ভোট সংক্রান্ত গুরুত্বপূর্ণ মেসেজ যেন ভোটারদের মিস না হয়, সেজন্যই মূলত নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ বিদেশ মিলিয়ে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী ভোটারদের কাছে ইতোমধ্যে  ডিজিটাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। দেশের অভ্যন্তরীণ পোস্টাল ভোটারদের কাছেও খুব শিগগিরই ব্যালট পাঠানো হবে। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর