ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। ভোটের লড়াইয়ে মাঠে থাকছেন ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। তাদের মধ্যে বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পর থেকেই আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারণা শুরু হবে।
এবারের নির্বাচনে ২৯৮টি আসনে সব মিলিয়ে ২ হাজার ২৭২ জন প্রার্থীর মনোনয়নের বৈধতা নির্বাচন কমিশন। কিন্তু মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় চুড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৯৬৭ জনে। সংসদের বাকি দুই আসন- পাবনা-১ ও পাবনা-২ আসনে আদালতের নির্দেশনায় নতুন তফসিল হয়েছে। ফলে ওই দুই আসনের হিসাব আপাতত এ তালিকার বাইরে রয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, এবারের নির্বাচনে অধিকাংশ প্রার্থী দলীয় মনোনীত। তবে তাদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন শতাধিক। এর আগে বিতর্কিত দ্বাদশ সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৮৯৬ জন। সেই তুলনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর সংখ্যা বেড়েছে।
প্রাপ্ত তথ্যমতে, এবারের নির্বাচনে ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক ৭২৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়। বাতিল বিষয়ে রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫ জন আপিল করেন। এদের মধ্যে শুনানি শেষে ৪৩১ জনের মনোনয়ন বৈধতা পায়।
এদিকে নির্বাচনে রিটার্নিং অফিসারদের নিরপেক্ষভাবে কাজ করার কঠোর নির্দেশনা দিয়েছে কমিশন। বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি ভোটারদের কেন্দ্রমুখী করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা প্রচারণায় নামবে। সেখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকে কড়া নজরদারি থাকবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে