নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশই এখন সবচেয়ে বড় নির্দেশ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেছেন, ইসির নির্দেশনা মেনে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা আসলে নির্বাচন কমিশনকে সাহায্য করব, এটাই আমাদের কাজ।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি উচ্চ পর্যায়ের সভায় এসব কথা বলেন তিনি। বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত এ সভায় প্রধান উপদেষ্টা সভাপতিত্ব করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে আমাদের ধাপে ধাপে পরীক্ষা আজ শুরু হলো। ১২ ফেব্রুয়ারি হবে ফাইনাল। তিনি বলেন, নির্বাচনের দিন যেন কোনো কিছুর অভাব বোধ না হয়, সে বিষয়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে বাহিনীগুলোর মধ্যে সমন্বয়ে যেন কোনো রূপ ঘাটতি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনটি যেন এমন একটি নির্বাচন হয়, যা ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে আদর্শ তৈরি করবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে