নির্বাচন পর্যবেক্ষণে বড় পরিসরে প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট পর্যবেক্ষণে বড় পরিসরে প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশনের (ইসি)। নির্বাচনে ৫৫ হাজার ৪৫৪ জন দেশি এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করবেন। সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা থেকে তথ্য জানা গেছে।

এদিকে নির্বাচন নিয়ে কোনো মহল থেকেই কোনো চাপে নেই ইসি। এখন পর্যন্ত পরিস্থিতি বেশ ভালো ও সন্তোষজনক রয়েছে। রাজনৈতিক দলগুলো সব দিক থেকেই কমিশনকে সহযোগিতা করছে। এ সহযোগিতা একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ প্রশস্ত করছে। সংবিধান অনুযায়ী  অর্পিত দায়িত্ব সম্পূর্ণ স্বাধীনভাবে পালন করছে কমিশন। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সোমবার (২৬ জানুযারি) নির্বাচন ভবনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ।

ওদিকে ইসির তথ্যানুযায়ী, নিবন্ধিত ৮১ দেশি পর্যবেক্ষক সংস্থা কেন্দ্রীয়ভাবে হাজার ৯৯৭ জন এবং স্থানীয়ভাবে ৪৭ হাজার ৪৫৭ জন পর্যবেক্ষক চেয়েছে। কেন্দ্রীয়ভাবে চাহিদা দেওয়া পর্যবেক্ষকরা যেসব এলাকার ভোটার, ওইসব আসন বাদ দিয়ে ভোট পর্যবেক্ষণ করতে পারবে বলে জানিয়েছে ইসি।

গত রোববার ঢাকার একটি হোটেলে বিদেশি মিশন জাতিসংঘ প্রতিনিধিদের জন্য আয়োজিত এক ব্রিফিংয়েও পর্যবেক্ষকের হিসাব তুলে ধরেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ব্যালট পেপারে  নির্বাচন গণভোটের রায় দেবেন ভোটাররা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর