সাড়ে ২১ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট পৌঁছেছে দেশে

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারী ২০২৬


প্রবাসীদের কাছে থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের পোস্টাল ব্যালট দেশে আসতে শুরু করেছে।  মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত ২১ হাজার ৫০৮ প্রবাসী  পোস্টাল ব্যালট ডাকযোগে দেশে পাঠিয়েছেন।

নির্বাচন কমিশনের ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে মোট লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়। এর মধ্যে সর্বশেষ তথ্যানুযায়ী   লাখ ৯৩ হাজার ৯২০ জন ব্যালট গ্রহণ করেছেন। ভোট দিয়েছেন লাখ ২৫ হাজার ৭৮৮ জন। আর সংশ্লিষ্ট দেশের ডাকবাক্সে জমা পড়েছে লাখ ৭০ হাজার ৩২২টি ব্যালট।

প্রবাসীদেরকে ব্যালট পেপার সংগ্রহের পরযত দ্রুত সম্ভব ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর কথা বলেছেন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পৌঁছাতে হবে। এর পর পৌঁছানো কোনো ব্যালট গণনা করা হবে না।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর