রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চলতি বছরের মধ্যে রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী- ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি- ১৪৯ জন আক্রান্ত হয়েছে বরিশাল বিভাগে। এ ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগী মারা যায়নি।
সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিদের মধ্যে বিভাগভিত্তিক বরিশালে ১৪৯ জন, চট্টগ্রামে ৫৭ জন, ঢাকায় ৬১, খুলনায় ২১ জন এবং রাজশাহীতে ৫৪ জন রয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাসপাতাল থেকে ৩৫৮ জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত মোট ১০ হাজার ২৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪২ জনের।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে