নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইসি

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। আগামী জাতীয় নির্বাচন নিয়ে যে কোনো ধরনের সংশয় দুশ্চিন্তা দূর করার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া প্রসঙ্গে বলেছেন, হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি।

সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় গুলশানে এক অনুষ্ঠানে কথা বলেন সিইসি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত প্রশ্নের জবাবে সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় ধরনের কোনো অবনতি হয়নি। মাঝেমধ্যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, যেমন সম্প্রতি একটি ঘটনা ঘটেছে (হাদির ঘটনা) এগুলো বিচ্ছিন্ন ঘটনা। এমনটা আগেও ছিল। আগে আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টারের সঙ্গেও এরকম হয়েছে। ধরনের ঘটনা নতুন কিছু না এ দেশে।

তিনি বলেন, নিশ্চিন্ত থাকুন, নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে, একটি সুষ্ঠু, সুন্দর প্রতিযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হবে। জাতিকে যে ওয়াদা দিয়েছি, নির্বাচন কমিশন ইনশাআল্লাহ তা পরিপালনে প্রতিজ্ঞাবদ্ধ। সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দেব আমরা।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর