উৎসবমুখর পরিবেশে চলছে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারী ২০২৬

 

অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার রয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। রাজনৈতিক দলগুলোর শঙ্কা থাকলেও নির্বাচন কমিশন কোনো শঙ্কা প্রকাশ করছে না।  একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে কমিশন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। এদিকে নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা যাতে কোনো  না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে বিষয়টি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমরা সবাই মিলে জাতিকে একটি নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে চাই। এ নির্বাচন দেশের ইতিহাসে রোল মডেল হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ওদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, বিভিন্ন মাধ্যমে যে খবর পাওয়া যাচ্ছে এবং মাঠপর্যায়ে পরিদর্শনে যা দেখা যাচ্ছে তাতে পরিবেশ সন্তোষজনক। ছোট-বড় সব দল আমাদের কাছে আসছে। তাদের পরামর্শ অনুযায়ী আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছেন। ফলে মাঠের পরিবেশ অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। অতীতে এমনটা দেখা যায়নি বলেও জানান তিনি।

তিনি বলেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার এমনকি বিএনসিসিকেও যুক্ত করা হয়েছে। নির্বাচনী দায়িত্বে থাকা রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসাররা আইনি বাধ্যবাধকতা মেনে ভোটদানে কেবল জনগণকে উদ্বুদ্ধ করবেন। কোনো পক্ষ নিতে পারবেন না। কোনো বিশেষ পক্ষের হয়ে প্রচারণায় অংশ নেওয়া হবে সম্পূর্ণ বেআইনি।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন প্রসঙ্গে তিনি জানান, ২৬ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ভ্রাম্যমাণ আদালত ব্যাপক তৎপরতা চালিয়েছে। ১২৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মামলা হয়েছে ৯৪টি এবং জরিমানা হয়েছে মোট লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর