ভোটারদের যানবাহনের সুবিধা দিতে পারবেন না প্রার্থীরা

২৮ জানুয়ারী ২০২৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আসার জন্য ভোটারদের কোনো ধরনের যানবাহনের সুবিধা দিতে পারবেন না প্রার্থীরা। ধরনের সুবিধা দিলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) জারি করা এ সংক্রান্ত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে- প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা ভোটারদের ভোটকেন্দ্রে আনতে যেন কোনো  যানবাহন ব্যবহার করতে না পারেন বা আচরণবিধিমালার পরিপন্থি কোনো কার্যক্রম না করেন- সে বিষয়ে প্রার্থীদের করণীয় বর্জনীয় দিকগুলো উল্লেখ করে সতর্ক করে দিতে হবে। অন্যথায় আচরণবিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর