আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আসার জন্য ভোটারদের কোনো ধরনের যানবাহনের সুবিধা দিতে পারবেন না প্রার্থীরা। এ ধরনের সুবিধা দিলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) জারি করা এ সংক্রান্ত এক পরিপত্রে বিষয়টি জানানো হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে- প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা ভোটারদের ভোটকেন্দ্রে আনতে যেন কোনো যানবাহন ব্যবহার করতে না পারেন বা আচরণবিধিমালার পরিপন্থি কোনো কার্যক্রম না করেন- সে বিষয়ে প্রার্থীদের করণীয় ও বর্জনীয় দিকগুলো উল্লেখ করে সতর্ক করে দিতে হবে। অন্যথায় আচরণবিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে