ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জায়গায় কোনো ব্যালট বক্স ছিনতাই হলে ওই পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রক্ষা পাবে না। নির্বাচনে সহিংসতা প্রতিরোধে সব বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো জায়গায় যদি কোনো বাকসো (ব্যালট বক্স) ছিনতাই হয়, তাহলে ওই পোলিং অফিসার থেকে শুরু করে প্রিসাইডিং অফিসার বা আইনশৃঙ্খলা বাহিনীর কেউ রক্ষা পাবে না।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় শেষে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনটা কীভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর হতে পারে, সবাই সুষ্ঠুভাবে যেন তাদের দায়িত্ব পালন করতে পারে- এসব বিষয়ে আজ আলোচনা হয়েছে।
প্রশাসনের প্রতি নির্দেশনা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এবার নির্দ্বিধায় কোনো দলের পক্ষে না হয়ে সরকারি কর্মচারী হিসেবে কাজ করবে। তারা কোনো পার্টির লেজুড় হবে না, নিরপেক্ষভাবে কাজ করবে।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে