বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৫

ঢাকা- আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। গুলি করার পরপরই ঘটনাটিকে টক অব দ্য কান্ট্রিতে রূপ হয়। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের ধরতে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এ হামলার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বানচাল করার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্তু কোনো অবস্থাতেই এই ধরনের ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না। আঘাত যাই আসুক, যত ঝড় তুফান আসুক, কোনো শক্তিই আগামী নির্বাচনকে বানচাল করতে পারবে না।

শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি বৈঠকে হাদির ওপর হামলার ঘটনা প্রসঙ্গে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।  তিনি আরও বলেন, এ হামলা দেশের গণতান্ত্রিক অভিযাত্রার উপর সুপরিকল্পিত আঘাত। এর মাধ্যমে দেশের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে পরাজিত শক্তি। জাতির ওপর এ ধরনের অপশক্তির আঘাত কোনোভাবেই বরদাশত করা হবে না।

এদিকে হাদির ওপর গুলিবর্ষণকারীদের প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশ  (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, গুলিবর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

ওদিকে মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে আপাতত কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে, চিকিৎসকেরা এখনো আশার কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। একটুখানি আশার জায়গা হচ্ছে রোগীর শরীরে এখনো সাইন অব লাইফ আছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে হাদির শারীরিক অবস্থা প্রসঙ্গে এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে দেখার পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

 

ডা. সায়েদুর রহমান আরও জানান, হাদীর  বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট তার ব্রেন স্টেম পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থা ‘ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচিত। এমন পরিস্থিতিতে ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।  এ অবস্থায় কোনো ধরনের নতুন ইন্টারভেনশন করা হবে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শুক্রবার দুপুরে ঢাকার বিজয়নগর-ফকিরাপুলের মাঝামাঝি কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন  হাদী। মোটরসাইকেলে দুইজন এসে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় হাদীর সঙ্গে একজন ছিলেন।  

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে



মন্তব্য
জেলার খবর