পাবনার চাটমোহরে গোলাম রাব্বি (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, নিজের প্রেমিকার বিয়ের খবর শুনে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। সোমবার (৩০ জুন) সকালে কুবিরদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে রাব্বির প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর উভয় পরিবার তাদের খুঁজে বের করে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি ফিরিয়ে আনে। পরে মেয়ের পরিবার মেয়েকে ঢাকায় পাঠিয়ে দেয় এবং যোগাযোগ বন্ধ করে দেয়।
এদিকে সোমবার সকালে রাব্বি জানতে পারে- তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। এরপর সে ঘরের দরজা বন্ধ করে বাঁশের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
চাটমোহর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)নয়ন কুমার দাস জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে গোলাম রাব্বির পরিবারের অভিযোগ, প্রতারণামূলকভাবে মেয়েকে বিয়ে দেওয়ার জন্যই রাব্বি আত্মহত্যা করেছে। তারা তার মৃত্যুর জন্য দায়ীদের বিচার দাবি করেছেন।
বিডি২৪অনলাইন/এফ.এম.আবুজার/সি/এমকে