মন্তব্য
বাংলাদেশ ব্যাংক সরকারি নির্দেশ ও আদেশে চলত বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সেই সঙ্গে দুঃখ প্রকাশ করে বলেছেন, আমার পরে যারা গভর্নর ছিলেন, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন তারা।
সোমবার (৩০ জুন) রাজধানী ঢাকায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। তবে এখন কিন্তু সে অবস্থা নেই বলেও জানান তিনি।
দুদক এবং এনবিআরের ৬ জন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হওয়া প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুদক সম্পর্কে কোনো উত্তর দেবো না। সেটা তাদের কাছেই জিজ্ঞেস করবেন। সরকারের পক্ষ থেকে এখন তাদের বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয় না, সেটা লক্ষ্য করবেন আপনারা।
বিডি২৪অনলাইন/ইএন/এমকে