পাবনা সদর উপজেলায় ৯ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে ৫ জাল ব্যবসায়ীসহ বাসের এক সুপারভাইজারকে জরিমানা করা হয়েছে। জেলার বেড়া উপজেলা থেকে একতা পরিবহন নামের একটি বাসের মাধ্যমে কুষ্টিয়ায় পাচার করা হচ্ছিল এ জাল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মৎস বিভাগ এবং উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এ জাল আটক করে। সেই সঙ্গে বাসে থাকা ৫ জন জাল ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন। নিজেদের দোষ স্বীকার করায় আটক ৫ জন জাল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও একতা পরিবহনের সুপারভাইজারকে অবৈধ পণ্য পরিবহনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আটক জাল পুড়িয়ে ধ্বংসের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে জনসম্মুখে আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে তাদের।
বিডি২৪অনলাইন/এফ.এম. আবুজার/সি/এমকে