৯ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস, ৫ জাল ব্যবসায়ীকে জরিমানা

পাবনা সংবাদদাতা
০১ জুলাই ২০২৫

পাবনা সদর উপজেলায় ৯ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সেই সঙ্গে ৫ জাল ব্যবসায়ীসহ বাসের এক সুপারভাইজারকে জরিমানা করা হয়েছে। জেলার বেড়া উপজেলা থেকে একতা পরিবহন নামের একটি বাসের মাধ্যমে কুষ্টিয়ায় পাচার করা হচ্ছিল এ জাল।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মৎস বিভাগ এবং উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে এ জাল আটক করে। সেই সঙ্গে বাসে থাকা ৫ জন জাল ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করেন। নিজেদের দোষ স্বীকার করায় আটক ৫ জন জাল ব্যবসায়ীকে হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও একতা পরিবহনের সুপারভাইজারকে অবৈধ পণ্য পরিবহনের দায়ে হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে আটক জাল পুড়িয়ে ধ্বংসের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে জনসম্মুখে আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে ধরনের অভিযান চলমান থাকবে তাদের।

 

বিডি২৪অনলাইন/এফ.এম. আবুজার/সি/এমকে



মন্তব্য
জেলার খবর