নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে' প্রস্তুতি নিচ্ছে

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন। বলেছেন, আমরা তাঁকে বলেছি, নির্বাচন কমিশন ‘ফুল গিয়ারে' প্রস্তুতি নিচ্ছে। তবে জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখের বিষয়ে কোনো আলোচনা হয়নি তার সঙ্গে।

সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। এ সময় তাদের মধ্যে কী আলোচনা হয়, সেটা এতোদিন জানানো হয়নি। মঙ্গলবার ( জুলাই) সাংবাদিকদের কাছে সেদিনে সাক্ষাৎকালে আলোচনার বিষয় তুলে ধরেন সিইসি।  

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সিইসি। সিইসি এ প্রসঙ্গে আরও বলেন, প্রধান উপদেষ্টা  ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন চান। সুষ্ঠু ভোট করতে অনেক আন্তরিক তিনি।

নাসির উদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে কোনো এজেন্ডা নিয়ে আমি আলোচনায় যাইনি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে স্বভাবতই আমাদের মাঝে নির্বাচন নিয়ে কথা হয়েছে।

সিইসি বলেন, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের তারিখ এবং শিডিউল যথাসময়ে জানতে পারবেন। এটা জানতে একটু অপেক্ষা করতে হবে।

 

বিডি২৪অনলাইন/এনএন/এমকে

 



মন্তব্য
জেলার খবর