মসজিদ রেকর্ডভুক্ত খাস খতিয়ানের জায়গা থেকে ৩ ভাইয়ের বসতঘর উচ্ছেদ

সম্রাট হোসাইন,পঞ্চগড়
০১ জুলাই ২০২৫


পঞ্চগড়ে মসজিদ রেকর্ডভুক্ত খাস খতিয়ানের জায়গায় অবৈধভাবে থাকা ৩ ভাইয়ের বসতঘরসহ বাড়ি উচ্ছেদ করা হয়েছে। এলাকাবাসীর প্রবল দাবির মুখে মঙ্গলবার (১ জুলাই) তাদের বাড়ি উচ্ছেদের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।

জানা গেছে, অমরখানা ইউনিয়নের জামাদার পারা গ্রামের সোনারবান মৌজার নং খাস খতিয়ানে ১২ শতক জমি দখল করে বাড়ি নির্মাণ করেন স্থানীয় তফিজ উদ্দিনের তিন ছেলে খলিল মিয়া, মজনু মিয়া, এবং ফয়জুল হক। মসজিদ শ্রেণীভুক্ত হওয়ায়  দীর্ঘদিন ধরে ওই জমির দখল ছেড়ে দেওয়ার কথা বলছিলেন স্থানীয়রা। নিয়ে স্থানীয়ভাবে বৈঠকও হয়। কিন্তু কোনভাবেই জমি ছেড়ে না দেওয়ায় এক সময় ভূমি অফিসের দ্বারস্থ হন স্থানীয়রা। সবকিছু পর্যবেক্ষণ তদন্ত শেষে সদর উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে বসত বাড়ি সরিয়ে জমি মসজিদ কতৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য বেশ কয়েবার ওই তিন ভাইকে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু প্রশাসনের নির্দেশনাকেও মানছিলেন না তারা। 

পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, সরকারি নির্দেশনাকে অমান্য করে সরকারি জমি দখল করে তারা জোর করে বসবাস করছিলেন। এ জমি মসজিদের নামে রের্কডভুক্ত। স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সরকারি জমি উদ্ধার আইন অনুযায়ী তাদের উচ্ছেদ করা হয়েছে। 

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর