নওগাঁর ধামইরহাটে সান্তাল বিদ্রোহের (হুল) ১৭০ তম বর্ষপূর্তি উদযাপন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী ও পুরুষেরা। সোমবার (৩০ জুন) বেনিদুয়ার আশ্রয়ন প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করা হয়।
জগদল সান্তাল হুল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মেরি মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতিস্বত্বা মুক্তিসংগ্রাম পরিষদের সভাপতি ও বাংলাদেশ সান্তাল বাইসির চেয়ারপার্সন এসসি আলবার্ট সরেন।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীরা নানান রঙের শাড়ি, মাজায় বিছা, খোপায় বাহারি রঙের ফুল ও শাঁখা সিঁদুর পড়ে হাতে তীর ধনুক আর পুরুষেরা সাদা ধুতি, গায়ে সাদা রঙের গেঞ্জি পড়ে ঢাক ঢোল পিটিয়ে, নেচে গেয়ে দিবসটি উদযাপন করেন।
দিবসটি উপলক্ষ্যে আদিবাসী নারী মঞ্চের আয়োজনে ও ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে তীরনিক্ষেপ প্রতিযোগিতা ও পদযাত্রা হয়। জগদল আদিবাসী স্কুল ও কলেজ চত্বরে ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দের সান্তাল বিদ্রোহ ও বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা সভা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ঢাকা জজ কোর্টের এ্যডভোকেট প্রমিলা টুডু, রাজশাহী বিভাগ হ্কেস ইপারের সিনিয়র পার্টনারশিপ কো- অরডিনেটর আ ফ ম রুকুনুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের ফোকাল পার্সন মদন দাস, পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন মালো, জগদল আদিবাসী স্কুল ও কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলমসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বাসিন্দারা। এদিন সন্ধ্যায় হুল দিবস বিষয়ক সংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে