ধামইরহাটে সান্তাল বিদ্রোহের ১৭০ বর্ষপূর্তি উদযাপিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
০১ জুলাই ২০২৫

 

নওগাঁর ধামইরহাটে সান্তাল বিদ্রোহের (হুল) ১৭০ তম বর্ষপূর্তি উদযাপন করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারী পুরুষেরা। সোমবার (৩০ জুন) বেনিদুয়ার আশ্রয়ন প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে দিবসটি উদযাপন করা হয়।

জগদল সান্তাল হুল দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মেরি মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতিস্বত্বা মুক্তিসংগ্রাম পরিষদের সভাপতি বাংলাদেশ সান্তাল বাইসির চেয়ারপার্সন এসসি আলবার্ট সরেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীরা নানান রঙের শাড়ি, মাজায় বিছা, খোপায় বাহারি রঙের ফুল শাঁখা সিঁদুর পড়ে হাতে তীর ধনুক আর পুরুষেরা সাদা ধুতি, গায়ে সাদা রঙের গেঞ্জি পড়ে ঢাক ঢোল পিটিয়ে, নেচে গেয়ে দিবসটি  উদযাপন করেন।

দিবসটি উপলক্ষ্যে আদিবাসী নারী মঞ্চের আয়োজনে ডাসকো ফাউন্ডেশনের সহযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নারী পুরুষ শিশুদের অংশগ্রহণে তীরনিক্ষেপ প্রতিযোগিতা পদযাত্রা হয়। জগদল আদিবাসী স্কুল কলেজ চত্বরে ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দের সান্তাল বিদ্রোহ বর্তমান প্রেক্ষাপটের উপর আলোচনা সভা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ঢাকা জজ কোর্টের এ্যডভোকেট প্রমিলা টুডু, রাজশাহী বিভাগ হ্কেস ইপারের সিনিয়র পার্টনারশিপ কো- অরডিনেটর রুকুনুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের ফোকাল পার্সন মদন দাস, পাঁচবিবি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সুদর্শন মালো, জগদল আদিবাসী স্কুল কলেজের অধ্যক্ষ ইলিয়াস আলমসহ স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের বাসিন্দারা। এদিন সন্ধ্যায় হুল দিবস বিষয়ক সংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 

 

বিডি২৪অনলাইন/গৌরব প্রসাদ সাহা/সি/এমকে



মন্তব্য
জেলার খবর