মন্তব্য
নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে হওয়া লিভ টু আপিলের শুনানির দিন ১৬ জুলাই ধার্য করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার (১ জুলাই) এ দিন ধার্য করেন। এর আগে গত ১৩ জানুয়ারি অন্তর্র্বতী সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট। রায়ে বলা হয়, রাষ্ট্রপতির রেফারেন্সের পর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার আইন মেনে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে গঠিত হয়েছে। এরপরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিটকারী।
বিডি২৪অনলাইন/এনএন/এমকে