পঞ্চগড়ে অস্ত্রোপচারে দুই মাথাবিশিষ্ট শিশুর জন্ম

পঞ্চগড় প্রতিনিধি
১৩ মে ২০২৫


পঞ্চগড়ে দুই মাথাবিশিষ্ট এক শিশুর জন্ম হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার জন্ম হয়।

শিশুটির অবস্থা সংকটাপন্ন থাকায় তাকে হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার উন্নতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করার কথা জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় প্রধানপাড়া এলাকার চাপাতা শ্রমিক মাজেদুল ইসলামের স্ত্রী মোছা. সুরভী আক্তার এ নবজাতকের মা। এটাই  তার প্রথম সন্তান।

শিশুটির বাবা নানা জানান, আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম। তখন ডাক্তার জানিয়েছিল দুইটি শিশু আছে। অপারেশন করে দেখছে, শিশু একটি কিন্তু মাথা দুইটা।

হাসপাতালের সহকারী সার্জন ডা. নাছরিন পারভিন বলেন, রকম পঞ্চগড় হাসপাতালে এর আগে কখনো হয়নি। শিশুটির দুই মাথা হওয়ায় বের করতে কষ্ট হয়েছে। তবে অপারেশন ভালভাবে সম্পন্ন হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের  শিশু চিকিৎসক ডা.আবু সায়েম বলেন, শিশুটির দুইটি মাথায় নাক, কান,মুখ,চোখ স্বাভাবিক সবকিছু আছে। তবে একটি পেট, দুইটি হাত, দুইটি পা রয়েছে। পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ড রয়েছে।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর