কৃষকের অধিকার নিশ্চিত ও কৃষিবান্ধব বাজেট ঘোষণার দাবিতে মানববন্ধন

রাজু আহমেদ, কিশোরগঞ্জ
১৩ মে ২০২৫


দেশে কৃষকের অধিকার নিশ্চিত করা, কৃষিবান্ধব বাজেট ঘোষণার দাবিতে  কিশোরগঞ্জ জেলা ক্ষেতমজুর কৃষক সংগঠনের উদ্যোগে মানববন্ধন পথসভা  হয়েছে। মঙ্গলবার (১৩ মে) কিশোরগুঞ্জের হোসেনপুর নান্দাইল সড়কে গোবিন্দপুর চৌরাস্তায় মানববন্ধন পথসভা হয়।

মানববন্ধন পথসভায় সংগঠনের নেতা আলাল মিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা কৃষক ক্ষেতমজুরদের বর্তমান সংকট, ন্যায্য মূল্য, ভর্তুকি সরকারি সহযোগিতা নিয়ে বক্তব্য দেন। কৃষি খাতের উন্নয়নে জরুরি পদক্ষেপের দাবি জানান। 

তারা জানান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত না করায়  ধান, আলু, পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন খরচের সঙ্গে বিক্রয়মূল্য অসামঞ্জস্যপূর্ণ।ফলে কৃষক আবাদে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তারা সার, বীজ জ্বালানিতে ভর্তুকি বৃদ্ধির দাবি জানান। স্বল্প সুদে জামানতবিহীন কৃষিঋণ প্রদানের দাবি কথা বলেন তারা।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 



মন্তব্য
জেলার খবর