কিশোরগঞ্জের বজ্রাঘাতে বৃদ্ধসহ তিনজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ মে ২০২৫


কিশোরগঞ্জের ভৈরবে বজ্রাঘাতে তিনজন নিহত হয়েছেন। রোববার (১১ মে) বিকালে মাঠে কৃষি কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই তাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন- ফারুক মিয়া (৬০), ফয়সাল (২৮) এবং কবির হোসেন (২৫)  স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ৩টার দিকে বৃষ্টি শুরু হয়। এর সঙ্গে ছিল তীব্র ঝড়ো বাতাস বজ্রপাত। সেই সময় ফারুক, ফয়সাল কবির মাঠে কৃষি কাজ করছিলেন। আকস্মিক বজ্রপাতে তারা গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজন তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে হাবিবা জুঁই বলেন, তাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল।

 

বিডি২৪অনলাইন/ রাজু আহমেদ/সি/এমকে



মন্তব্য
জেলার খবর