মন্তব্য
পাবনার চাটমোহরে আমগাছ থেকে পড়ে আহত হওয়ার ঘণ্টাখানেকের বেশি সময় পর ইসরাইল হোসেন নামের একজন মারা গেছেন। রোববার (১১ মে) দুপুরের দিকে পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। এর আগে সকালে দুর্ঘটনাটি ঘটে।
ইসরাইল হোসেন চাটমোহর উপজেলারই ছাইকোলা ইউনিয়নের কুকড়াগাড়ি গ্রামের মকবুল প্রামাণিকের ছেলে। মথুরাপুর ইউনিয়নে তার শ্বশুরের গ্রাম বাহাদুরপুরে বাস করতেন। বাহাদুরপুর গ্রামেই দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্র জানায়, আম সংগ্রহের জন্য তিনি গাছটিতে উঠেছিলেন, গাছটি তার বাড়ির পাশে। গাছ থেকে পড়ে যাওয়ায় হাত ও পা ভেঙে যায় তার। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। ইসরাইল হোসেন দুই মেয়ে ও এক ছেলের বাবা।
বিডি২৪অনলাইন/সি/এমকে