সড়কে ফসল না শুকাতে জনসচেতনতায় ইউএনও’র মাইকিং

রাজু আহমেদ, কিশোরগঞ্জ
১১ মে ২০২৫


কিশোরগঞ্জের হোসেনপুরে যানবাহন চলাচলের রাস্তায় ধান, ভুট্টা অন্যান্য ফসল না শুকানোর জন্য জনসচেতনতায় মাইকিং চলছে। সড়ক দুর্ঘটনা রোধ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এ উদ্যোগ নিয়েছেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। স্থানীয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কার্যক্রম চালানো হচ্ছে।

মাইকিংয়ে জানানো হচ্ছে, সড়ক বা মহাসড়কে ফসল শুকানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এটা পথচারী চালকদের জন্য বিপজ্জনক।

জানা গেছে, বোরো ধান ভুট্টার ফসল ঘরে তোলার সময় কৃষক তার ধানের খড় ভুট্টা যানবাহন চলাচলের রাস্তায় শুকাতে দিচ্ছেন। এতে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের ঘটনা ঘটছে।

ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, প্রচারণার উদ্দেশ্য হলো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। সড়ক দুর্ঘটনা কমানো। তিনি কৃষকদের রাস্তায় ফসল শুকানোর পরিবর্তে নিরাপদ স্থানে শুকানোর আহবান জানিয়েছেন।

 

 

বিডি২৪অনলাইন/রাজু/সি/এমকে



মন্তব্য
জেলার খবর