কিশোরগঞ্জের হোসেনপুরে যানবাহন চলাচলের রাস্তায় ধান, ভুট্টা ও অন্যান্য ফসল না শুকানোর জন্য জনসচেতনতায় মাইকিং চলছে। সড়ক দুর্ঘটনা রোধ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে এ উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। স্থানীয় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম চালানো হচ্ছে।
মাইকিংয়ে জানানো হচ্ছে, সড়ক বা মহাসড়কে ফসল শুকানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এটা পথচারী ও চালকদের জন্য বিপজ্জনক।
জানা গেছে, বোরো ধান ও ভুট্টার ফসল ঘরে তোলার সময় কৃষক তার ধানের খড় ও ভুট্টা যানবাহন চলাচলের রাস্তায় শুকাতে দিচ্ছেন। এতে বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে হতাহতের ঘটনা ঘটছে।
ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, এ প্রচারণার উদ্দেশ্য হলো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। সড়ক দুর্ঘটনা কমানো। তিনি কৃষকদের রাস্তায় ফসল শুকানোর পরিবর্তে নিরাপদ স্থানে শুকানোর আহবান জানিয়েছেন।
বিডি২৪অনলাইন/রাজু/সি/এমকে