আলোচনায় কবরস্থান কমিটির নির্বাচন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১০ মে ২০২৫


বিস্ময়কর হলেও সত্য পাবনার চাটমোহরে জান্নাতুল বাকি নামে একটি কবরস্থান কমিটির নির্বাচন আয়োজন করা হয়েছে। সভাপতি হতে ইচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়লে ও  পদ নিয়ে রাজনৈতিক গ্রুপিং সৃষ্টি হলে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়।

এদিকে এ নির্বাচন নিয়ে অফলাইন-অনলাইনে রীতিমতো আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। উপজেলায় প্রথমবারের মতো কোনো এলাকায় কবরস্থান কমিটি নির্বাচন আয়োজন করাটাই এ আলোচনা-সমালোচনার কারণ।

এলাকাবাসী জানায়, উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী জগতলা (আংশিক) গ্রামের সম্মেলিত কবরস্থান হচ্ছেজান্নাতুল বাকি গোরস্থান’। তফসিল অনুযায়ী, আগামী (২৪ মে) শনিবার ভোটগ্রহণ হবে। গোরস্থান সংলগ্ন ঈদগাহ্ ময়দানে ভোট গ্রহণ করা হবে  সকাল ৯টা থেকে বিরতি ছাড়া বিকাল ৫টা পর্যন্ত। ওই তিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন পুরুষ নির্বাচনে ভোট দিতে পারবেন। সে হিসাবে মোট ভোটার হচ্ছে ৮শ’ জন।

এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৭ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন গোরস্থানটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাষ্টার। তিনি সাংবাদিকদের জানান, ইতোমধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। গোপন ব্যালটে ভোট নেওয়া হবে। তিন বছর মেয়াদী এ পরিচালনা কমিটি গঠন হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনের তফশিল ঘোঘণার পরে সভাপতি পদে দুই জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়ন পত্রের দাম ত্রিশ হাজার টাকা। তারা দুজনই মনোয়নপত্র জমা দিয়েছে। তাদের প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করা হয়। এদের একজন আব্দুল কুদ্দুস, তার নির্বাচনয় প্রতীক ছাতা। অপরজন শরিফুল ইসলাম, তার প্রতীক চেয়ার।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর