নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলার খামার-পাথুরিয়া এলাকায় আদালতের স্থিতাবস্থা ভেঙে বিরোধপুর্ন জমিতে পুকুর খনন করা হয়েছে। শুক্রবার (৯ মে) গভীর রাতে পুকুর খনন করা হয়। ওই এলাকার সিরাতুন নবী শাহিনের ছেলে রফিকুল ইসলাম নবী গং এ কাজটি করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিউলি বেগম। নবী সম্পর্কে শিউলী বেগমের ভাতিজা।
ভুক্তোভোগী শিউলী বেগম ও সাবিনা বেগম জানান, তাদের বাবা আব্দুর রউফ তালুকদারের মৃত্যুর পর উত্তোরাধিকার সুত্রে তার সম্পত্তির মালিক হন তারা তিন বোন ও এক ভাই। আব্দুর রউফের মৃত্যুর আগে মারা যায় তাদের একমাত্র ভাই শাহিন। এর মধ্যে তাদের অন্য বোন রাশিদাও মারা যান। কিন্তু আব্দুর রউফের সব সম্পত্তি নবী জোরপুর্বক দখলে রেখে তাদের দুইবোনকে জমিতে যেতে বাধা দিচ্ছে। এ অবস্থায় তারা আদালতের শরণাপন্ন হলে সম্পত্তির উপর স্থিতাবস্থাদেশ দেন আদালত।
এ বিষয়ে রফিকুল ইসলাম নবী জানান, জমি সংক্রান্ত বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সালিশের রায় তার ফুফুরা মানেনি। পুকুর খনন নয়, সংস্কার করা হয়েছে। আদালতের মামলার বিষয়ে তিনি বলেন, আদালত যে রায় দেবেন তিনি তা মেনে নিবেন।
গ্রাম্য প্রধান আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান ও সালাম মুন্সি জানান, বিরোধ মিমাংসার জন্যে তারা বেশ কবার শালিশ করেছেন। তবে বাদী শিউলী-সাবিনারা রায় না মেনে আদালতে মামলা করেছেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, এ বিষয়ে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে