পাবনার চাটমোহরে চর মথুরাপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ সংলগ্ন লীজের আওতাভুক্ত একটি জলাশয়ের মাটি কাটার খবর পাওয়া গেছে। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত এস্কেভেরের ব্যাটারি ও চাবি জব্দ করেছেন।
এলাকাবাসী ও সাধারণ মানুষের ভাষ্য- রাজনৈতিক দলের পরিচয়ে কিছু লোক এ কাজ করছেন। তারা আরও জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পর জলাশয়ের মাছ ধরে বিক্রি করা হয়। এরপর জলাশয়টি শুকিয়ে ফেলা হয়। আশরাফ নামের একজন জলাশয়টি বিধি মেনে সরকারের কাছে থেকে লীজ নিয়েছেন। লীজের মেয়াদ এখনো রয়ে গেছে বলে জানা গেছে। তবে সরকারি জলাশয়ের মাটি সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়া কাটা যায় কিনা, সে প্রশ্ন বিরাজ করছে জনমনে।
ওদিকে এ ঘটনার প্রতিবাদে দূর্নীতি বিরোধী ব্যানারে চাটমোহর থানা মোড় চত্বরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করার ঘোষণা আসছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
বিডি২৪অনলাইন/সি/এমকে