নাটোরের গুরুদাসপুরে চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্যগুদামে আভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার (৫মে) খাদ্যগুদামে এ সংগ্রহ কাযক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
সরকারি খাদ্যগুদাম সুত্র জানায়, চলতি মৌসুমে গুরুদাসপুরে ৩৬ টাকা কেজি দরে ৩৩৬ মেট্রিকটন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১ হাজার ৯০৪ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শরিফুল ইসলাম, খাদ্য পরিদর্শক মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, চালকল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অটোমেটিক রাইস মিল মালিক একেএম নবীর উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্যকর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এ বছর চুক্তিবদ্ধ ২০টি চাতাল ও চালকল থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রার চাল সংগ্রহ করা হবে। আর কৃষকরা দালাল বা মধ্যস্বত্ত্ব ছাড়াই এ্যাপসের মাধ্যমে নিবন্ধনের পর তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিতে পারবেন।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে