কিশোরগঞ্জে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০২৫


ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইন্টার্ন, নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষার্থীরা।

রোববার (০৪ মার্চ) কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজ শহীদ মিনারের সামনে এসে শেষে হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, উচ্চমাধ্যমিক শেষ করে নার্সিং কোর্সে ভর্তি হতে হয়। এরপর তিন বছর মেয়াদের কোর্স  শেষে করতে হয় ছয় মাসের ইন্টার্নশিপ। তারপরও শিক্ষাগত যোগ্যতা থাকে উচ্চমাধ্যমিক পাশ সমমানের। আমাদের বেলায় এমন বৈষম্য কেন? এতে আমাদের শিক্ষার অবমূল্যায়ন হচ্ছে।

তারা আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশে আমরা আর বৈষম্য চাই না। নার্সিং শিক্ষায় বিরাজমান চরম বৈষম্য পরিহারপূর্বক অতি দ্রুত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স সমমান করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সমাবেশে বক্তব্য দেন- প্রেসিডেন্ট আব্দুল হামিদ নার্সিং ইনস্টিটিউট নুরুজ্জামান আকাশ, কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউট ডিপ্লোমা ইন নার্সিং ৩য় বর্ষের শিক্ষার্থী দিনা আক্তার, তামান্না আক্তার প্রমুখ।

 

 

বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে



মন্তব্য
জেলার খবর