কোরবানিযোগ্য পশু উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক
০৪ মে ২০২৫


এবার ঈদুল আজহায় দেশে কোরবানিযোগ্য মোট গবাদিপশুর সংখ্যা এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার ৩৩৭টি। চাহিদা মিটিয়ে প্রায় ২০ লাখ ৬৮ হাজার ১৩৫টি গবাদিপশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।

রোববার ( মে) রাজধানী ঢাকায়  এক সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার তথ্য জানান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুন দেশে  পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, বছর কোরবানিযোগ্য হৃষ্টপুষ্ট গবাদিপশুর মধ্যে ৫৬ লাখ হাজার ৯০৫টি গরু-মহিষ, ৬৮ লাখ ৩৮ হাজার ৯২০টি ছাগল-ভেড়া এবং হাজার ৫১২টি অন্য প্রজাতি রয়েছে। যে চাহিদা নির্ধারণ করা হয়েছে, সেটা বেড়ে গেলেওপূরণ করার মতো সক্ষমতা রয়েছে।

বিডি২৪অনলাইন/ইএন/এমকে



মন্তব্য
জেলার খবর