পঞ্চগড় সদরে বিএনপির সভাপতি দাউদ, সম্পাদক মাহফুজ

পঞ্চগড় প্রতিনিধি
০৪ মে ২০২৫

পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। সম্মেলনে সভাপতি পদে আবু দাউদ প্রধান, সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩ মে) রাতে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

আবু দাউদ প্রধান জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক, মাহফুজুর রহমান সদর উপজেলা বিএনপি আগের আহবায়ক কমিটির সদস্য যুবদলের নেতা ছিলেন।

সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে ধাক্কামারা ইউনিয়ন বিএনপির সভাপতি আওরঙ্গজেব রবিউল ইসলাম নির্বাচিত হয়েছেন। চার সদস্যের কমিটিকে ১৫ দিনের মধ্যে ১০১ জন সদস্যের পুর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার সকালে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করে প্রথম অধিবেশন শুরু হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির। প্রধান বক্তা বিএনপি কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ,জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু উপস্থিত ছিলেন।

এর আগে ২০০৯ সালের সম্মেলনে আবু দাউদ প্রধান সভাপতি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নির্বাচিত হন। পরে ২০২০ সালে আহবায়ক কমিটি গঠিত হয়। সে কমিটিতে আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সেকেন্দার আলী।

 

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে



মন্তব্য
জেলার খবর