চাটমোহরে ৩০ লিটার মদ ও ৩শ’ লিটার মদ প্রস্তুতের উপকরণ জব্দ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
০৩ মে ২০২৫

পাবনার চাটমোহরে ৩০ লিটার বাংলা মদ  আনুমানিক ৩০০ শ’ লিটার মদ  প্রস্তুতের উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় এরিক কস্তা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছে থেকে নগদ ৪৪ হাজার টাকাও জব্দ করা হয়েছে।

শনিবার (৩ মে) উপজেলার লাউতিয়া গ্রাম থেকে এ মদ ও টাকা জব্দসহ এরিক কস্তাকে গ্রেফতার করা হয়। এরিক কস্তা লাউতিয়া গ্রামেরই বাসিন্দা, তিনি  রুবেন দা কস্তার ছেলে।

থানা পুলিশ জানায়,  দীর্ঘদিন ধরে এরিক কস্তা তার বাড়িতে দেশীয় মদ প্রস্তুত ও বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদে এ খবর পেয়ে তার বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই পরিমাণ মদ ও মদ প্রস্তুতের উপকরণ পাওয়া যায়।  এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে


 

 

 



মন্তব্য
জেলার খবর