নির্বাচনের জন্য দুটি সময় উপযুক্ত: জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৫


নির্বাচনের জন্য দুটি সময়- ফেব্রুয়ারি কিংবা এপ্রিলকে উপযুক্ত বলে মনে করছে জামায়াতে ইসলামী বাংলাদেশে। শনিবার ( মে) রাজধানী ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর জেলা মহানগরী আমির সম্মেলনে বিষয়টি জানান তিনি।

দুটি সময় প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির বলেন, একটি ফেব্রুয়ারিতে রোজার আগে। তবে সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত না।

তিনি জানান, এখানে দেশের আবহাওয়া এবং পারিপার্শ্বিকতার বিষয় আছে। ফেব্রুয়ারি মাসের শেষ মার্চ মাসের তিন ভাগের দুই ভাগ রোজা থাকবে। তাই সে সময়ে নির্বাচন সম্ভব না। সংস্কার কার্যক্রম আক্ষরিকভাবেই গতিশীল করা হলে এবং অংশীজনরা সেরকম সহযোগিতা করলে সরকারের ঘোষিত সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ জামায়াত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে কাজ করছে বলে জানান জামায়াতের আমির। বলেন, জন্য যেখানে জনগণের ভোগান্তি, সেখানে সবার আগে সাড়া দেওয়া হয়তো সবসময় সম্ভব হয় না। আওয়ামী লীগের পতনের পর দেশে আইনশৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে এবং যে ধরনের ভয়াবহতা বন্ধে জামায়াত ইসলাম কাজ করছে।

বিগত সাড়ে ১৫ বছরের সময় ধরে যারা হত্যা, গণহত্যা গুম, খুন, ধর্ষণ করেছে, দেশের মানুষের অর্থ বিদেশে পাচার করেছে তাদের যাতে আইনের আওতায় আনা হয়, তার দাবি পূরণ না হওয়া পর্যন্ত জামায়াত কাজ করে যাবে বলেও জানান তিনি।  বলেন, তাদের প্রাপ্য শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। সরকার জন-আকাঙ্ক্ষার মাধ্যমে গঠিত হয়েছে। তাদের সহযোগিতা করছি আমরা৷ তবে এর মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত কাজ করছেন। যা থেকে তাদের দূরে থাকার আহ্বান জানাই।

 

বিডি২৪অনলাইন/আরডিএন/এমকে



মন্তব্য
জেলার খবর