কিশোরগঞ্জের হোসেনপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মজিবুর রহমান ফিরোজ নামে এক মসজিদের মোয়াজ্জিনের নামে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ফিরোজ উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামের মৃত আব্দুল মোতালিবের পুত্র এবং পুমদী ইউনিয়ন পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ফিরোজ মোয়াজ্জিনের পাশাপাশি একজন মুদি দোকানি। বুধবার সকালে ওই ছাত্রী তার দোকানে চিনি আনতে যায়। ওই সময় আশপাশে লোকজন না থাকায় ফিরোজ দোকানের দরজা আটকিয়ে তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ফিরোজ পালিয়ে যায়।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ধর্ষণের ঘটনায় হোসেনপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। পুলিশ হেফাজতে মেয়েটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি২৪অনলাইন/রাজু আহম্মেদ/সি/এমকে