ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ঈমাম উলামা পরিষদ ও তৌহিদী জনতা।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার গোবিন্দপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে গোবিন্দপুর বাজার মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।
স্থানীয় ইমাম-ওলামা পরিষদ ও তৌহিদী জনতা এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। সমাবেশে বক্তারা বলেন, গাজাকে আজ পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। কিন্ত বিজয় গাজারই হবে। ইসরায়েল তাদের পাপের ফল ভোগ করবে। আমরা আরব বিশ্বকে বলবো, আপনারা মাঠে নামুন। সবাই ঐক্যবদ্ধ হয়ে ইহুদিদের মোকাবিলা করুন। বিশ্ব মুসলমান একত্র হলে ইহুদিসহ মুসলমানদের শত্রুরা নিশ্চয়ই পরাজিত হবে।
তারা আরও বলেন, জাতিসংঘ ফিলিস্তিনের হত্যার ব্যাপারে নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এমন জাতিসংঘ আমরা চাই না। ওআইসি ও কোন কার্যকারী ভূমিকা রাখতে সক্ষম হয়নি। আমরা বাংলাদেশের মুসলমানরা সরকার ব্যবস্থা করে দিলে যুদ্ধে যেতেও প্রস্তুত। যেহেতু আমাদের যুদ্ধে যাওয়ার সুযোগ নাই। তাই আমরা যুদ্ধ হিসেবে ঈসরাইলি ও আমেরিকান পন্যের ব্যবহার আমাদের দেশে নিষিদ্ধ করতে পারি। প্রতিবাদ কর্মসূচীতে ইসরায়েলী পণ্য বয়কট করার ঘোষণা দেন ইমাম-ওলামাগণ ও তৌহিদী জনতা।
গোবিন্দপুর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা কাওসারুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন- গোবিন্দপুর বাজার জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুর্শিদ উদ্দিন, আনোয়ার শাহ হোসেনপুরী সাহেব, গোবিন্দপুর ইউনিয়ন জামাতের সভাপতি শামসুর রহমান, আবুল কালাম ফারুকী ,হেফাজতে ইসলাম হোসেনপুর উপজেলা সভাপতি মাওলানা মুফতি আলমগীর হোসেন, ইমাম উলামা পরিষদের গোবিন্দপুর ইউনিয়ন সভাপতি, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
বিডি২৪অনলাইন/রাজু আহমেদ/সি/এমকে