উৎসবমুখর পরিবেশে নাটোরের গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ ২৪ অনলাইন- এর প্রতিনিধি ও গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান সাজ্জাদ ও সাধারণ সম্পাদক আনন্দ টিভি ও মানবকন্ঠে প্রতিনিধি জালাল উদ্দিন জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ। প্রিজাইডিং অফিসার ছিলেন কালের কন্ঠের আলী আক্কাছ ও সহকারী প্রিজাইডিং ছিলেন ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আবুল কালাম আজাদ।
নির্বাচনে জয়ী বাকিরা হলেন- সহসভাপতি ইত্তেফাকের রাশিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মোহনা টিভির মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের জনি পারভেজ,কোষাধ্যক্ষ আমার দেশের রহমত আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক সকালের সময়ের আতিকুর রহমান,নির্বাহী সদস্য দিবারাত্রীর সম্পাদক আখলাকুজ্জামান ও চ্যানেল এস এর সোহেল রানা।
প্রধান নির্বাচন কমিশনার দিল মোহাম্মদ বলেন- গণতান্ত্রিক পদ্ধতির এ নির্বাচন অনুকরণীয়। নির্বাচিত সবার জন্য শুভকামনা রইলো। সাংবাদিকদের কল্যাণে কাজ করতে নির্বাচিতদের প্রতি আহবান জানান তিনি।
বিডি২৪অনলাইন/সাজেদুর রহমান সাজ্জাদ/সি/এমকে