মার্চে সিরিয়ায় নতুন সরকার গঠন

আন্তর্জাতিক ডেস্ক
১২ ফেব্রুয়ারী ২০২৫

আগামী মার্চ মাসে সিরিয়ায় নতুন সরকার গঠন করা হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের ফাঁকে এক বৈঠকে এ কথা জানান দেশটির অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।

গত ডিসেম্বর মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে দেশটি পরিচালিত হচ্ছে অন্তর্র্বতী সরকারের অধীনে। আমিরাতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেওয়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সরকারে জনগণের প্রতিনিধিত্ব থাকবে এবং দেশের বৈচিত্র্যকে বিবেচনায় নেওয়া হবে।

এদিকে দেশটির অন্তর্র্বতীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল-শারা চলতি মাসের শুরুর দিকে এক সাক্ষাৎকারে বলেছিলেন, জাতীয় নির্বাচন আয়োজনের জন্য পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেশটির নতুন কর্তৃপক্ষ সব নাগরিকের অংশগ্রহণে জাতীয় সংলাপ সম্মেলন করার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও এই সম্মেলনের তারিখ এখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি তারা। সূত্র: এএফপি

 

বিডি২৪অনলাইন/আই/এমকে

 



মন্তব্য
জেলার খবর