পাবনার চাটমোহরে কল্পনা খাতুন নামে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এক শিশুর লাশ লিচু বাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যাকান্ডটি ঘটেছে, তার প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
শনিবার সকালে লাশটি জাবরকোল এলাকায় বাগানে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা, এরপর পুলিশকে খবর দেওয়া হয়। এর আগে শুক্রবার বিকালে ধর্মীয় একটি জালসায় গিয়েছিল কল্পনা, সেখান থেকে আর রাতে বাড়ি ফেরেনি সে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত তথ্য বলছে, কল্পনা খাতুন চাটমোহর উপজেলারই চর মথুরাপুর গ্রামের আলাল হোসেনের মেয়ে। সে চড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। যেখানে লাশটি পড়েছিল, সেই জায়গাটা কল্পনার বাড়ি থেকে দেড় কিলোমিটারের বেশি দুরে। আর জালসাও শুনতে গিয়েছিল তার গ্রামের পাশের গ্রামে।
কল্পনার লাশ দেখতে ঘটনাস্থলে যাওয়া লোকজনের বয়ান অনুযায়ী, ঘটনাস্থলে কল্পনার সেন্ডেল জোড়ার একটা এক জায়গায় ও আরেকটা সেখান থেকে কিছুটা দুরে পড়েছিল। তার লাশও সেন্ডেল থেকে দুরে পড়ছিল, দেহের নিম্নাংশ উন্মুক্ত ছিল অনেকাংশ। স্থানীয়দের ধারণা, হত্যারে আগে পাশবিক নিযাতনেরও শিকার হয়ে থাকতে পারে মেয়েটি।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। সেই সঙ্গে অপরাধী শনাক্তে তৎপর রয়েছে তারা। বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
এদিকে এ হত্যাকান্ডের বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে সামাজিক ও নাগরিক দায়বদ্ধতা থেকে পুলিশকে জানাতে পারেন যে কেউ।
বিডি২৪অনলাইন/সি/এমকে