মন্তব্য
পাবনার চাটমোহর উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান মোন্নাফকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমারগাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিস্ফোরক দ্রব্য আইনের একটা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এদিকে একই রাতে বাবা ও ছেলেসহ আরও ৬জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরা হলেন- মথুরাপুর গ্রামের আজহার আলী খাঁ, চিরইল গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম, অমৃতকুন্ডা গ্রামের জাহাঙ্গীর আলম, বিশ্বনাথপুর গ্রামের মকবুল হোসেন, আলমনগর গ্রামের আব্দুল আজিজ ও তার ছেলে ইদ্রিস আলী। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়, আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে