মন্তব্য
পাবনার চাটমোহরে কল্পনা খাতুন নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। কল্পনা খাতুন ওই গ্রামের মজনু সরকারের মেয়ে, চাটমোহর সরকারি কলেজের ছাত্রী ছিলেন তিনি।
আত্মহত্যার প্রকৃত কারণ জানা না গেলেও চাচীর সঙ্গে তার মনোমালিন্য চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিজেদের ঘরের ডাবের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কল্পনা খাতুন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই সন্তান- একটা ছেলে ও একটা মেয়ের জনক মজনু ও তার স্ত্রী তাদের মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
বিডি২৪অনলাইন/সি/এমকে