শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামে চাচাত ভাইদের দায়ের কোপে ওয়াসিম আকরাম (২৬) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
ওয়াসিম আকরাম চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে। তিনদিন আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ওয়াসিম আকরামের স্বজন ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে বাবার সাথে ধান কাটতে জমিতে গিয়েছিলেন ওয়াসিম আকরাম। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে তার চাচাতো ভাইয়েরা পেছন থেকে তাকে দা দিয়ে কোপ দেয়। সেখান থেকে শেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান উল মতিন সৈকত বলেন, আমরা তার ডেডবডি পেয়েছি। তার ঘাড়ে কোপের চিহ্ন পাওয়া গেছে। এদিকে এ ঘটনায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
বিডি২৪অনলাইন/রাকিবুল আউয়াল/সি/এমকে