স্বচ্ছতা নিশ্চিত করতে চান ইউএনও মুসা নাসের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪

ইউএনও হিসেবে কাজ করার ক্ষেত্রে সব জায়গায় সব সময় স্বচ্ছতা নিশ্চিত করতে চান পাবনার চাটমোহর উপজেলার নবাগত ইউএনও মুসা নাসের চৌধুরী। বলেছেন, নির্দিষ্ট বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য আমাকে ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি। আমি চাটমোহর উপজেলার সব শ্রেণী, ধর্মের; চার লাখ মানুষের ইউএনও। দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমি নীতিতে সব সময় অটুট থাকবো।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী চাটমোহরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের উপজেলা প্রতিনিধি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে মতবিনিময় সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে এটাই তার প্রথম মতবিনিময় সভা চাটমোহরের গণমাধ্যমকর্মীদের সঙ্গে। গত ১৪ নভেম্বর তিনি চাটমোহরে কর্মস্থলে যোগদান করেন।

সাংবাদিকদের উদ্দেশে ইউএনও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনারা আমার ভুল-ক্রটি ধরিয়ে দেবেন, ভুল হলে নিউজ করবেন, সমালোচনা করবেন। আপনারা সমাজের চোখ। আপনাদের জন্য আমার দুয়ার সবসময় খোলা। আমরা এক পরিবারের সদস্য।

বদলি একটা স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে মুসা নাসের চৌধুরী বলেন, আমার ব্যাগ সব সময় গোছানো থাকে। দায়িত্ব পালনের ক্ষেত্রে নীতিতে অটুট থাকার জন্য চাকরি গেলেও সমস্য নেই, চাকরির মায়া করি না। রিজিকের মালিক আল্লাহ।

মতবিনিময় সভায় স্বাগত সমাপনী বক্তব্য দেন মুসা নাসের চৌধুরী। মাঝে বক্তব্য দেন- সাপ্তাহিক চাটমোহর বার্তা সম্পাদক এস,এম হাবিবুর রহমান, আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সময়-অসময় সম্পাদক বেলাল হোসেন স্বপন, চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সমকাল প্রতিনিধি শামীম হাসান মিলন, মানবজমিন প্রতিনিধি সঞ্জিত সাহা কিংশুক, যায়যায় দিন প্রতিনিধি এম এস আলম বাবলু, বাংলাদেশ ২৪ অনলাইন ডট কম' হেড অব নিউজ মহিদুল খান, কালবেলা প্রতিনিধি ইকবাল কবির রনজু, ভোরের দর্পন প্রতিনিধি এম জিন্নাহ, ভোরের কাগজ প্রতিনিধি বকুল রহমান, যুগান্তর প্রতিনিধি পবিত্র তালুকদার, সংবাদ প্রতিনিধি এস এম মাসুদ রানা, চলনবিলের আলো সম্পাদক রফিকুল ইসলাম রনি,  আজকের পত্রিকার প্রতিনিধি শুভাশীষ ভট্টাচার্য্য তুষার , সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সঞ্জিত চক্রবতী প্রমুখ। মতবিনিময় সভায় চাটমোরের নানা সঙ্কটসহ নানা বিষয় নিয়ে কথা বলেন সাংবাদিকরা। ইউএনও সাংবাদিকদের তুলে ধরা সঙ্কটের বিষয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

 

বিডি২৪অনলাইন/সি/এমকে

 


মন্তব্য
জেলার খবর