অবৈধ করাতকলের মালিককে ২০ হাজার টাকা জরিমানা

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে লাইসেন্সবিহীন করাতকল পরিচালনা করার দায়ে মোখলেস  নামের এক করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এ্যাসিল্যান্ড মোহাম্মদ আরাফাত হোসাইনের ভ্রাম্যমাণ আদালত  এ আদেশ দেন।

মোখলেস উপজেলার ভানোর ইউনিয়নের হলদিবাড়ী এলাকার আব্দুল খালেকের ছেলে। বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের কাচকালী বাজারের উত্তরপার্শ্বে র্দীঘদিন ধরে করাতকল চালিয়ে আসছিলেন তিনি।

এ্যাসিল্যান্ড মোহাম্মদ আরাফাত হোসাইন জানান, লাইসেন্স বিহীন করাতকল পরিচালনা করার দায়ে করাতকল মালিককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার টাকা দিয়ে করাতকল মালিক লাইলেন্সের জন্য এক মাসের সময় চেয়েছেন ভ্রাম্যমান আদালতের নিকট। সময়ের মধ্যে লাইসেন্স না করলে করাতকলটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

 

বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর