চায়ের দোকানে আটকে আছে ভূমি অফিসের প্রাচীর নির্মাণ কাজ

বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল-ধনতলা ইউনিয়ন ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মাণ কাজ এক মাস ধরে আটকে আছে। ভূমি অফিসের জায়গায় চা দোকান থাকায় এ জটিলতা সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ভোলা রায় তার বাবা অনন্ত রায় ভূমি অফিসের জায়গা দখল করে এ চায়ের দোকান দিয়ে ব্যবসা করছেন। স্থানীয় প্রশাসন বলছে, বার বার বলারও পরেও দোকানটি সরাচ্ছেন না চা দোকান মালিক বাবা-ছেলে।

এদিকে স্থানীয়রা বলছেন, চা দোকানির ক্ষমতার কাছে অনেকটাই অসহায় প্রশাসন।  তাই চাইলেও উচ্ছেদ করতে পারছেন না অবৈধ স্থাপনা। ভোলা রায় উপজেলার চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের ধানহাটি এলাকার বাসিন্দা। ১২ বছরের বেশি সময়  আগে সেখানে চায়ের দোকান দিয়েছেন তিনি।

চাড়োল-ধনতলা ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে লক্ষ টাকা ব্যয়ে চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ বেশ কিছু সংস্কার কাজ শুরু হয়। মাস পেরিয়ে বাউন্ডারী ওয়াল তোলার কাজ শেষ হয়েছে শুধুমাত্র চা দোকানের অংশটুকু বাদ দিয়ে। দোকানটি সরিয়ে না নেওয়ার কারণে পুরো কাজ সমাপ্ত করতে পারছে না কর্তৃপক্ষ।

ভূমিসেবা গ্রহণ করা দুই ইউনিয়নের সাধারণ মানুষের ভাষ্য, গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ রয়েছে ভূমি অফিসটিতে। নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে যে কোন দুর্ঘটনা ঘটে অপুরনীয় ক্ষতি হতে পারে। সরকারি জমিতে থেকে অবৈধ স্থাপনা কেন উচ্ছেদ করতে পারছেন না উপজেলা প্রশাসন, সেটা নিয়ে নানা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

চা দোকানী অনন্ত রায় জানান, এক যুগের বেশি সময় ধরে এ চায়ের দোকান থেকে আয় দিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি তার বাবা ভোলা রায়। জমির মালিকানা সম্পর্কে জানতে চাইলে পরিস্কার কোন বক্তব্য দিতে রাজি হননি তিনি।

 

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান মুঠোফোনে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা এ্যাসিল্যান্ডের সাথে কথা বলে দ্রুত বিষয়টি সমাধান করা হবে।

 

বিডি২৪অনলাইন/সামানুর ইসলাম/সি/এমকে


মন্তব্য
জেলার খবর