পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্যবর্ধন কাজ শুরু

পঞ্চগড় প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৪

পঞ্চগড়ে রাবার ড্যাম পার্কের সৌন্দর্যবর্ধন কাজ শুরু হয়েছে। সোমবার ( ১৮ নভেম্বর) বিকালে সদর উপজেলার তালমা নদীর পার্ক চত্তরে এ কাজের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী।

এদিকে এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন। উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ সুপার এস এম সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সীমা শারমিন, কামাত কাজলদিঘী ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল প্রধান,হাফিজাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন প্রমূখ।

ওদিকে পার্কের সৌন্দর্যবর্ধন কাজের উদ্ধোধন শেষে তালমা নদীর মৎস্য অভয়াশ্রমে সিসি ক্যামেরা স্থাপনের উদ্ধোধন করেন  জেলা প্রশাসক। পরে শহীদ সাগর যুব কল্যাণ সংঘের উদ্যোগে তালমা রিভারভিউ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভায় যোগদেন তিনি।

 

বিডি২৪অনলাইন/সম্রাট হোসাইন/সি/এমকে


মন্তব্য
জেলার খবর