পাবনার আটঘরিয়া উপজেলায় রেজাউল করিম (৪৫) নামে এক কথিত কবিরাজকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রট ও আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত সোমবার (১৮ নভেম্বর) তাকে এ দণ্ড দেন।
রেজাউল করিম আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর গ্রামের মৃত আবু বক্কার হোসেনের ছেলে। জানা গেছে, কথিত কবিরাজি চিকিৎসার সময় রেজাউলকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার আস্তানা থেকে মানুষের কঙ্কালের ৫ টি মাথার খুলি, তজবি, হিন্দু ধর্মের বই, ত্রিসুল, একটি লোহার বড় চেন, শংখো, সিঁদুর,স্বামীর সংসার জোড়া লাগানো একটি মেয়ের ছবি সহ আরও বিভিন্ন গাছগাছালির ছাল জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪১ ধারায় দোষ স্বীকার করায় তাকে দন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
পাবনা জেলা এনএসআই গোয়েন্দা সুত্রে জানা গেছে, রেজাউল করিম দীর্ঘদিন ধরে মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা দিয়ে আসছে। সোমবার সকালে চিকিৎসা দেওয়ার সময় এনএসআইয়ের একটি টিম রেজাউলকে হাতে নাতে আটক করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. কামরুজ্জামান, জেলা এনএসআই পাবনা সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।
বিডি২৪অনলাইন/এএইচ/সি/এমকে